• ঢাকা
  • |
  • রবিবার ১১ই কার্তিক ১৪৩২ রাত ০৮:৩৪:৪৪ (26-Oct-2025)
  • - ৩৩° সে:

বাকৃবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হলেন ড. হেলাল উদ্দীন

২২ আগস্ট ২০২৪ সকাল ১১:৩০:৩৮

সংবাদ ছবি

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সংস্থাপন শাখার এডিশনাল রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীনকে বাকৃবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ১৩তম রেজিস্ট্রারের দায়িত্ব পালন করবেন।

২১ আগস্ট বুধবার উপাচার্যের (দায়িত্বপ্রাপ্ত) আদেশক্রমে বাকৃবির সংস্থাপন শাখার এক অফিস আদেশে এ তথ্য জানা যায় ।

Ad
Ad

জানা যায়, কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন ১৯৬৮ সালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা বিশিষ্ট সমাজসেবক মরহুম আব্দুল মান্নান ও মাতা মরহুমা আয়েশা খাতুন।

Ad

শিক্ষা জীবনে হেলাল উদ্দীন ১৯৮৪ সালে কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল থেকে কৃতিত্বের সাথে এসএসসি এবং ১৯৮৬ সালে নাসিরাবাদ কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ থেকে ১৯৯১ সালে কৃতিত্বের সাথে বিএসসি এজি এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ২০০৩ সালে এমএস ইন এগ্রোনমী ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ থেকে পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন।

ড. মো. হেলাল উদ্দীন ২০০৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখার পরিষদ বিভাগে সহকারী রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০০৮ সালে ডেপুটি রেজিস্ট্রার এবং ২০১২ সালে এডিশনাল রেজিস্ট্রার পদে উন্নীত হন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ
২৬ অক্টোবর ২০২৫ রাত ০৮:২১:০৫




সংবাদ ছবি
মেলায় যেতে না দেওয়ায় তরুণীর আত্মহত্যা!
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৫০:০৪

সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১১৪৩
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৩০:৩৩





Follow Us