• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৩ই কার্তিক ১৪৩২ বিকাল ০৩:০৮:১৯ (28-Oct-2025)
  • - ৩৩° সে:

১৫ জানুয়ারি থেকে সিআইপি আবেদন শুরু

১১ জানুয়ারী ২০২৪ দুপুর ০১:০০:১৯

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: শিল্পক্ষেত্রে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচনে আবেদন শুরু হচ্ছে ১৫ জানুয়ারি। আগ্রহী প্রার্থীদের শিল্প মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করে ১৫ ফেব্রুয়ারির মধ্যে মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়েছে।

সম্প্রতি শিল্প মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই আবেদনের বিষয়ে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিল্পনীতি-২০২২ এ প্রদত্ত সংজ্ঞানুযায়ী বৃহৎ শিল্প (উৎপাদন ও সেবা), মাঝারি শিল্প (উৎপাদন ও সেবা), ক্ষুদ্র শিল্প (উৎপাদন ও সেবা), মাইক্রো শিল্প ও কুটির শিল্পের জন্য আবেদন আহ্বান করা হচ্ছে।

Ad
Ad

প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এসব শিল্পের কোনো একক শিল্প প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী, লিমিটেড কোম্পানির ক্ষেত্রে চেয়ারম্যান অথবা কোম্পানি পরিচালনা পর্ষদ কর্তৃক যথাযথভাবে মনোনীত কোনো উদ্যোক্তা পরিচালক এবং পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে শিল্প প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা অংশীদারের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা যাচ্ছে।

Ad

নির্বাচন নীতিমালা-২০১৪ অনুযায়ী শেয়ার কেলেঙ্কারির সঙ্গে জড়িত, ঋণখেলাপি, করখেলাপি, ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত এবং সাজা ভোগের পর পাঁচ বছর অতিবাহিত হয়নি এমন কোনো ব্যক্তি; বিগত পাঁচ বছরের মধ্যে কোনো শিল্প প্রতিষ্ঠানকে যদি সরকারের রাজস্ব ফাঁকির কোনো ঘটনায় জরিমানা করা হয়, তাহলে ওই প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং কোনো শিল্প প্রতিষ্ঠানের বেতনভুক্ত কর্মকর্তা সিআইপি (শিল্প) নির্বাচনের লক্ষ্যে আবেদন করতে পারবেন না বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
বকশীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
২৮ অক্টোবর ২০২৫ দুপুর ০২:১২:০৫





সংবাদ ছবি
ভৈরবে ট্রেনে আক্রমণ, গ্রেফতার ৩
২৮ অক্টোবর ২০২৫ দুপুর ০১:২৩:৪৮




Follow Us