• ঢাকা
  • |
  • সোমবার ১২ই কার্তিক ১৪৩২ বিকাল ০৪:২১:০৮ (27-Oct-2025)
  • - ৩৩° সে:

কুড়িগ্রামে আবারও তিস্তার পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপরে

২৫ সেপ্টেম্বর ২০২৩ বিকাল ০৩:৪৯:০০

সংবাদ ছবি

কুড়িগ্রাম প্রতিনিধি: উজানে ও দেশের অভ্যন্তরে ভারি বৃষ্টিপাতের ফলে কুড়িগ্রামের তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাড়ছে অন্যান্য নদ নদীর পানিও। নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় দুঃশ্চিতায় পড়েছেন নদী তীরবর্তী এলাকার আমন চাষীসহ স্থানীয়রা।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ২৪৮ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র নদের পানি চিলমারী পয়েন্টে বিপদসীমার ২১৩ সেন্টিমিটার, কুড়িগ্রাম সদর পয়েন্টের ধরলা নদীর পানি বিপদসীমার ৮০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

Ad
Ad

দলদলিয়া ইউনিয়নের তিস্তা নদীর অববাহিকার চাপড়ার পাড় এলাকার কৃষক আব্দুল জলিল বলেন, গতকাল থেকে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে আমার আমন ক্ষেতে পানি চলে আসছে। আজ ধান ক্ষেত ডুবিয়ে গেছে। জমিতে পানি উঠায় খুব চিন্তায় পড়ে গেছি। এর আগে দুই বার ক্ষেত নষ্ট হয়ে গেছে।

Ad

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা মো. খোরশেদ আলম বলেন, এরকম বৃষ্টিপাত অব্যাহত থাকলে শীতকালীন মরিচ ও চালকুমড়াসহ বিভিন্ন শাক সবজির ক্ষতি হতে পারে। এছাড়াও রোপা আমনেরও ক্ষতি হতে পারে। আবহাওয়া এরকম থাকলে বিভিন্ন সবজিতে ক্ষতির আশংকা রয়েছে।

কুড়িগ্রাম রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, গত ২৪ ঘন্টায় কুড়িগ্রামে ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আগামীকালের মধ্যে বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, উজান ও দেশের অভ্যন্তরে ভারি বৃষ্টিপাতের কারণে নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে আগামীকালের মধ্যে পানি কমতে শুরু করবে। তবে এই মুহূর্তে বন্যার কোন পূর্ভাবাস নেই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়তে চায় বিএনপি
২৭ অক্টোবর ২০২৫ বিকাল ০৪:০৪:৩৫


সংবাদ ছবি
পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি
২৭ অক্টোবর ২০২৫ বিকাল ০৩:৪৯:০৪




সংবাদ ছবি
এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই : ইসি সচিব
২৭ অক্টোবর ২০২৫ বিকাল ০৩:১০:৫০



Follow Us