• ঢাকা
  • |
  • বুধবার ১৪ই কার্তিক ১৪৩২ সকাল ১১:৫৪:৩০ (29-Oct-2025)
  • - ৩৩° সে:

শাবিপ্রবির নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

২২ জুলাই ২০২৩ রাত ০৮:৪২:৪০

সংবাদ ছবি

সিলেট প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবনের ৯তলা থেকে পড়ে এক শ্রমিক মৃত্যু হয়েছে। ২২ জুলাই শনিবার সকাল সোয়া ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের বর্ধিতাংশের নির্মাণ কাজ করার সময় এ ঘটনা ঘটে।

Ad

নিহত শ্রমিক কুড়িগ্রাম সদর উপজেলার জাফর বিডা গ্রামের মো. মাহাবুলের ছেলে আরিফুল ইসলাম (১৯)।

Ad
Ad

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী।

Ad

নির্মাণ শ্রমিকরা জানান, সকাল থেকেই ভবনটির ৯তলার পশ্চিম পাশে দেয়ালের কার্নিশে কাজ করছিলেন আরিফুল। বেলা সোয়া ১০টার দিকে সেখান থেকে হঠাৎ করে মাটিতে পড়ে যায় সে। পঞ্চম তলার থাকায় টিনের ছাউনিতে প্রথমে ধাক্কা লেগে তা ভেদ করে মাটিতে পড়ে যায় সে৷ এসময় তার মুখে গুরুতর আঘাত লাগে। এরপর সিএনজি যোগে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলজে হাসপাতালে নিয়ে যান ঠিকদারসহ অন্যরা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান চৌধুরী বলেন, হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বিষয়টি তার পরিবারকে অবহিত করা হয়েছে।

জালালবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
২৯ অক্টোবর ২০২৫ সকাল ১১:৩৭:০২


সংবাদ ছবি
সিরিজে সমতায় ফিরতে আজ মাঠে নামছে বাংলাদেশ
২৯ অক্টোবর ২০২৫ সকাল ১১:২০:০৭




সংবাদ ছবি
দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম
২৯ অক্টোবর ২০২৫ সকাল ১১:০১:০৮



Follow Us