• ঢাকা
  • |
  • বুধবার ৩রা পৌষ ১৪৩২ সকাল ১০:৩৭:০৪ (17-Dec-2025)
  • - ৩৩° সে:

কোটালীপাড়ায় ভাঙ্গাড়ি কুড়াতে গিয়ে ককটেল বিস্ফোরণ, বৃদ্ধা আহত

২০ নভেম্বর ২০২৫ রাত ০৮:৪১:৪৬

সংবাদ ছবি

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ এলাকায় ভাঙ্গাড়ি কুড়াতে গিয়ে ককটেল বিস্ফোরণে লালমোন নেছা (৫৫) নামে এক নারী আহত হয়েছেন।

Ad

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে রাধাগঞ্জ ইউনিয়নের কুঁড়েঘর রেস্টুরেন্টের পাশে এঘটনা ঘটে। আহত লালমোন নেছা ওই উপজেলার চৌরখুলি গ্রামের আশরাফ আলী সরদারের স্ত্রী।

Ad
Ad

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, এলাকার বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা ভাঙ্গাড়ি নিয়ে রাধাগঞ্জ কুঁড়েঘর রেস্টুরেন্টের কাছাকাছি বসে বিশ্রাম নিচ্ছিলেন লালমোন নেছা। এসময় ভাঙ্গাড়ির স্তূপে থাকা গোলাকৃতির একটি বস্তু হাতে নিয়ে নাড়াচাড়া করতেই হঠাৎ তা বিস্ফোরিত হয়। বিস্ফোরণে তাঁর বাম হাতের ২টি আঙুল ক্ষতিগ্রস্ত হয় এবং প্রচুর রক্তক্ষরণ হয়।

ওই রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মুকুল ফকিরের ছেলে হৃদয় ফকির জানান, হোটেলের কিছুটা দূরে ওই নারী ভাঙ্গাড়ি কুড়াচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে এসে দেখা যায় তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। পরে দ্রুত তাঁকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

কোটালীপাড়া ১০০শশয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. আবির আহম্মেদ জানান, ককটেলজাতীয় বিস্ফোরক বস্তু হাতে ফেটে যাওয়ায় ওই নারী দুইটি আঙুলসহ হাতের বেশ ইনজুরি আছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দোকার হাফিজুর রহমান ঘটনাটি নিশ্চিত করে বলেন, আহত নারী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কীভাবে ওই বিস্ফোরকটি সেখানে এলো, তা খতিয়ে দেখা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১ আহত ৫
১৭ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:২৬:১২








সংবাদ ছবি
ফিফা বর্ষসেরা ফুটবলার হলেন উসমান দেম্বেলে
১৭ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:২৬:১৩



Follow Us