• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা পৌষ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৪:৫৭ (16-Dec-2025)
  • - ৩৩° সে:

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে মানসিক রোগী নারীর মৃত্যু

১৭ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৩৯:২৭

সংবাদ ছবি

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে জাহিদা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।

Ad

১৭ নভেম্বর সোমবার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকামুখী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে তিনি কাটা পড়ে নিহত হন। নিহত জাহিদা বেগম কালীগঞ্জের মাসলিয়া গ্রামের আব্দুল মাজেদের স্ত্রী।

Ad
Ad

স্থানীয়রা জানান, জাহিদা বেগম মানসিক রোগে ভুগছিলেন। ঘটনার সময় তিনি রেললাইন অতিক্রম করে বারোবাজার শহরের দিকে যাচ্ছিলেন। দ্রুতগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু
হয়।

বারোবাজার রেলস্টেশনের মাস্টার সিদ্দিকুর রহমান বলেন, দুপুর ২টা ৪০ মিনিটে সুন্দরবন এক্সপ্রেস বারোবাজার অতিক্রম করে। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি একজন নারী ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। খবর পেয়ে নিশ্চিত হয়ে বিষয়টি যশোর রেল পুলিশকে জানানো হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
চার অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ
১৬ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:২৯:১১





Follow Us