• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে কার্তিক ১৪৩২ সন্ধ্যা ০৬:০২:৩৪ (04-Nov-2025)
  • - ৩৩° সে:

বাগাতিপাড়ায় জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

৪ নভেম্বর ২০২৫ সকাল ১১:৩০:১৩

সংবাদ ছবি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

Ad

৩ নভেম্বর সোমবার বিকেল ৩টায় উপজেলার মাছিমপুর-বারইপাড়া-বিহাড়কোল ঈদগাহ ময়দানে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

Ad
Ad

বাগাতিপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড মাছিমপুর ইউনিট আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী বাগাতিপাড়া পৌর শাখার ভারপ্রাপ্ত আমীর হাফেজ রবিউল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাগাতিপাড়া যুব বিভাগের সভাপতি জহুরুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন গোলাম রসুল ও মোস্তাক হোসেন নয়ন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলার সহ-সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন নাটোর জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান, জামায়াতে ইসলামী বাগাতিপাড়া উপজেলা আমীর মাওলানা এ কে এম আফজাল হোসেন, উপজেলা নায়েবে আমীর আনোয়ার হোসেন মুজাহিদ, উপজেলা সেক্রেটারি জাকির হোসেন, সাংগঠনিক সেক্রেটারি মমতাজ আলী সরকার, কর্মপরিষদের সদস্য অধ্যাপক আব্দুর রব এবং ইসলামী ছাত্রশিবির বাগাতিপাড়া শাখার সভাপতি মিঠু সরকার।

বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। তারা আসন্ন নির্বাচনে জনগণকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
৪ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:৪৪:৩৬






সংবাদ ছবি
ইসির নিবন্ধন পাচ্ছে তিন দল: ইসি সচিব
৪ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:১৯:১০

সংবাদ ছবি
নোয়াখালীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৬
৪ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:১০:০৯



Follow Us