• ঢাকা
  • |
  • সোমবার ১৯শে কার্তিক ১৪৩২ বিকাল ০৫:৩৫:২৪ (03-Nov-2025)
  • - ৩৩° সে:

ফুলবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে গ্রাহকদের মানববন্ধন

৩ নভেম্বর ২০২৫ সকাল ০৯:১৯:২২

সংবাদ ছবি

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন বন্ধ ও প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে স্থানীয় গ্রাহকরা।

Ad

২ নভেম্বর রোববার সকাল ১১টায় ফুলবাড়ী পৌর শহরের নিমতলা মোড়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘ফুলবাড়ীবাসী’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন।

Ad
Ad

মানববন্ধনে বক্তব্য রাখেন সাপ্তাহিক ফুলবাড়ী বার্তা সম্পাদক তাজমিলুর রহমান নয়ন, জাতীয় নাগরিক পার্টি দিনাজপুর জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী ইমরান চৌধুরী নিশাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক এ এম শাহেদ ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াবুর রহমান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান এবং স্থানীয় ব্যবসায়ী সোহেল রানা, সাজু আশরাফি প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, প্রিপেইড মিটার স্থাপন প্রকল্পটি মূলত ‘লুটপাটের একটি পরিকল্পনা’। তারা বলেন, ‘২০১৭ সালে এই প্রকল্প নেওয়া হলেও এখনো পর্যন্ত এর স্বচ্ছতা নেই। পূর্বের সরকারের সময় বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে, আর এখন সেই ধারাবাহিকতায় প্রিপেইড মিটার প্রকল্প বাস্তবায়নের নামে জনগণের ওপর বোঝা চাপানো হচ্ছে।’

বক্তারা আরও বলেন, ‘ফুলবাড়ীর মানুষ অতীতে যেমন উন্মুক্ত কয়লাখনি প্রকল্প প্রতিহত করেছিল, তেমনি নিজেদের স্বার্থবিরোধী যেকোনো প্রকল্পের বিরুদ্ধেও ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলবে।’

তারা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ ও প্রকল্প বাতিলের আল্টিমেটাম দেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনার দায় নেসকোর (NESCO) ওপর বর্তাবে বলে সতর্ক করেন।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে প্রিপেইড মিটার প্রকল্প বাতিলের দাবিতে স্মারকলিপি জমা দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২
৩ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:২৩:৪৯



সংবাদ ছবি
ঝিনাইদহে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
৩ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:০৪:৪৫


Follow Us