• ঢাকা
  • |
  • রবিবার ১১ই কার্তিক ১৪৩২ সকাল ০৯:৩৭:৫৯ (26-Oct-2025)
  • - ৩৩° সে:

টেকনাফে সীমান্তের ওপার থেকে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ, আতংকে স্থানীয়রা

৩ নভেম্বর ২০২৪ সকাল ১১:৫৬:৫৫

সংবাদ ছবি

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে নাফ নদীর ওপারে টেকনাফ সীমান্ত এলাকাজুড়ে থেমে থেমে ভেসে আসছে মিয়ানমারের অভ্যন্তরে মর্টারশেল বিস্ফোরণের বিকট আওয়াজ। যার কারণে সীমান্তের বাসিন্দাদের আবার নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।

স্থানীয়রা জানায়, ২ নভেম্বর শনিবার রাত সাড়ে ৯ টার পর থেকে মিয়ানমারের অভ্যন্তরে মর্টারশেল বিস্ফোরণের আওয়াজ শোনা যাচ্ছে। টেকনাফ উপজেলার পৌরসভা, হ্নীলা, জাদিমুড়া, দমদমিয়া, নাইট্যংপাড়া, পৌরসভার জালিয়াপাড়া, নাজিরপাড়া, সাবরাং, শাহপরীর দ্বীপ থেকেও বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে।

Ad
Ad

সীমান্তের লোকজন বলছে, কয়েকদিন বন্ধ থাকার পর আবারও বড় ধরনের মর্টারশেল বিস্ফোরণের বিকট শব্দে কাঁপছে সীমান্তের বাড়ি ঘর ।  

Ad

এদিকে, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জেরে কোনো রোহিঙ্গা যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য বিজিবি ও কোস্টগার্ড বাহিনীর সদস্যরা সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।  

হ্নীলা ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ আলী জানান, রাত সাড়ে ৯টার পর থেকে মিয়ানমারের অভ্যন্তরে মর্টারশেল বিস্ফোরণের আওয়াজ শোনা যাচ্ছে। সারারাত থেমে থেমে বিকট শব্দ শোনা যাচ্ছে। আমার বাড়িতে ও বিকট শব্দ শুনতে পাওয়া যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us