• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা পৌষ ১৪৩২ সন্ধ্যা ০৭:২৬:৫৫ (18-Dec-2025)
  • - ৩৩° সে:

কোনো অনুমোদন ছাড়াই কাঠ দিয়ে শামুক ও ঝিনুক পুড়িয়ে তৈরি হচ্ছে চুন

১৪ জুন ২০২৪ সকাল ০৯:২১:২৬

সংবাদ ছবি

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই বছরের পর বছর ধরে কাঠ দিয়ে শামুক ও ঝিনুক পুড়িয়ে চুন তৈরি হচ্ছে। চুন তৈরির কারণে যেমন পরিবেশের ক্ষতি হচ্ছে তেমনি জীব বৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি তীব্র হচ্ছে বায়ু দূষণ। দীর্ঘ বছর ধরে এই বেআইনী কার্যক্রম চলমান থাকলেও দেখার যেন কেউ নাই।

Ad

বাগেরহাটের চিতলমারী উপজেলার দুর্গাপুর এলাকায় শামুকের খোলস পুড়িয়ে রাতভর তৈরি করা হয় চুন। আর এ চুন তৈরি করতে প্রতিদিন জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে শত শত মণ কাঠ। নির্বিচারে নিধন চলছে গাছ।

Ad
Ad

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাগেরহাটের চিতলমারী উপজেলার ব্রম্ভগাতী গ্রামে শম্ভু সূত্রধরের রয়েছে শামুকের খোলস পোড়ানো কারখানা। বিভিন্ন স্থান থেকে শামুকের খোলস সংগ্রহ করে এনে পুড়িয়ে অস্বাস্থ্যকরভাবে তৈরি হচ্ছে চুন। ২০০৯ সাল থেকে চলছে এ কারখানা।

স্থানীয়রা জানান, প্রতিদিন রাতেই শামুকে খোলস পোড়ানো হয়। যখন বড় ইলেট্রিক ফ্যান দিয়ে চুল্লিতে আগুন দেওয়া হয়, তখন চারদিক ধোঁয়াচ্ছন্ন হয়ে যায়। বাতাসের তীব্র গন্ধে আস্তে আস্তে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। চোখ জ্বালা-পোড়া করে। শিশু ও বয়স্করা কাশিতে ভোগেন। চুল্লির চারপাশের প্রায় দু’কিলোমিটার এলাকার মানুষের রাতে ঘুমানোই কঠিন হয়ে ওঠে।

কারখানার মালিক শম্ভু সূত্রধর জানান, ‘চরবানিয়ারী  ইউনিয়ন পরিষদ তাকে শামুক ক্রয় ও চুন তৈরির জন্য ট্রেড লাইসেন্স দিয়েছে। এছাড়া আর কোনো কাগজপত্র নাই। দীর্ঘ বছর ধরে চুন প্রস্তুত করেছি কোনো সমস্য হয় নাই। একাধিক বার পরিবেশের ছাড়পত্রের জন্য আবেদন করলেও তা পাইনি।’

বাগেরহাট জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান সরকার জানান, বাগেরহাটে চুন প্রস্তুতের জন্য মোল্লাহাট ও ফকিরহাট দুইটি কারখানার অনুমনি দেওয়া আছে। বাকি কেউ করে থাকলে তা সম্পূর্ণ বেআইনী। কাঠ জ্বালানি হিসেবে ব্যবহার করার কোন অনুমতি নাই। এ ধরনের বেআইনী প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রিুত ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
তাইওয়ানে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প
১৮ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১১:৫১


সংবাদ ছবি
ফরহাদ ইকবালকে বিএনপির মনোনয়ন দেয়ার দাবিতে জনসভা
১৮ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০০:০৪

সংবাদ ছবি
শরীয়তপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
১৮ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৬:৫৩

সংবাদ ছবি
অবশেষে ২৭তম বিসিএস থেকে ৬৭৩ জনকে নিয়োগ
১৮ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩২:২৮


সংবাদ ছবি
রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ
১৮ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:৪১:৩৪



সংবাদ ছবি
নওগাঁয় এক রাতে তিন দোকানে দুর্ধর্ষ চুরি
১৮ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:১৪:৩৬


Follow Us