• ঢাকা
  • |
  • বুধবার ৩রা পৌষ ১৪৩২ বিকাল ০৫:০৬:৪৬ (17-Dec-2025)
  • - ৩৩° সে:

স্ত্রীর গাঁথা মালা বেঁচেই চলে নব্বইর্ধ্বো জুলহাসের সংসার

২১ মে ২০২৪ বিকাল ০৩:২৮:৩৮

সংবাদ ছবি

বেড়া (পাবনা) প্রতিনিধি: নব্বই বছর ছুঁই ছুঁই এই মানুষটির। হাঁটতে চলতে পারেন না ঠিকমতো। তবুও পেটের তাগিদে দুই লাঠিতে ভর করে প্রচণ্ড রৌদ্রে হাতে ফুল নিয়ে ঘুরে বেড়ান হাটে বাজারে বাস স্ট্যান্ডে। সারাদিনে ফুল বিক্রি করে যে টাকা পান তাই দিয়ে চলে এই বৃদ্ধ মানুষটির সংসার।

Ad

পাবনা বেড়া উপজেলার নতুন ভারেঙা ইউনিয়নের বক্তারপুর গ্রামের বাসিন্দা এই মানুষটি।

Ad
Ad

বৃদ্ধ জুলহাসের সাথে কথা বলতে গেলে তিনি জানান, আমি আর আমার স্ত্রীকে নিয়ে আমাদের টানা পোরনের সংসার। থাকি ছোট্ট  একটি ভাঙাচোরা ঘরে। ছেলে-মেয়ে আছে, তাদের বিয়ে সাদি হয়ে গেছে। তারা বড়লোক না হলেও অভাব নেই তাদের সংসারে।

কিন্তু এই বুড়ো বুড়ির ভাত জোটে না  তাদের সংসারে। তাই বাধ্য হয়ে এই বৃদ্ধ বয়সেও কাজ করে খেতে হয়। আমার বয়সে অনেকেই ভিক্ষে করে, কিন্তু আমি নিজে উপার্জন করে খাই। এটাই আমার গর্বের। তবে ইউনিয়ন পরিষদ কিংবা চেয়ারম্যানের কাছ থেকে কোনরকম সহযোগিতা পেলে ভালো হয়। কিন্তু সেটাও আমার কপালে জোটে না।

ফুল বিক্রির বিষয়ে কথা বলতে গেলে তিনি জানান, ফজরের নামাজ শেষে আমার স্ত্রী বিভিন্ন এলাকা থেকে বকুল ফুল কুড়িয়ে এনে সেটা দিয়ে মালা গেঁথে দেয় বিক্রির জন্য । সকাল হলেই আমি সেই মালা হাটে বাজারে বিক্রি করে যা উপার্জন করি সেটা দিয়ে বাজার সদাই করে বাড়ি যাই। এতেই আমরা দুই বুড়া বুড়ি মোটামুটি ভালো আছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
ঢাকার নিরাপত্তা নিশ্চিতে ডিএমপির চেকপোস্ট
১৭ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:৪৪:৫৯



সংবাদ ছবি
নওগাঁয় বাস চাপায় কারারক্ষী নিহত
১৭ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:৫৭:৩৫







Follow Us