স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন বেতন কাঠামো অনুযায়ী সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা এবং সর্বনিম্ন ৮০ হাজার টাকা।

৩ নভেম্বর সোমবার বিসিবির সভায় আনুষ্ঠানিকভাবে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত অনুমোদিত হয়। নতুন এই কাঠামো চলতি বছরের জুলাই থেকে কার্যকর হয়ে আগামী বছরের জুন পর্যন্ত বহাল থাকবে।


নারী ক্রিকেটে বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানিয়েছেন, সিরিজ চলাকালে নারী ক্রিকেটারদের দৈনিক ভাতা ৫০ ডলার থেকে বাড়িয়ে ৭৫ ডলার করা হয়েছে। একই সঙ্গে ট্যুর ফি ২৫ ডলার থেকে দ্বিগুণ করে ৫০ ডলার করা হয়েছে।
‘এ’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা এতদিন বেতন পেতেন ১ লাখ ২০ হাজার টাকা। ৪০ হাজার টাকা বাড়িয়ে তাদের বেতন করা হয়েছে ১ লাখ ৮০ হাজার টাকা। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা এতদিন ১ লাখ করে পেতেন। এখন থেকে তারা পাবেন ১ লাখ ৩৫ হাজার টাকা করে।
এছাড়া ‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা এবং ‘ডি’ ক্যাটাগরিতে ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা করা হয়েছে। এ ছাড়া জাতীয় দলের অধিনায়ক ও সহ-অধিনায়ক যথাক্রমে ৩০ হাজার ও ২০ হাজার টাকা অতিরিক্ত পাবেন।
নারী ক্রিকেটারদের নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার। তারা হলেন নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারজানা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন স্বর্ণা আক্তার।
‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তার, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার, নিশিতা আক্তার।
এছাড়া চুক্তির বাইরে থাকা ক্রিকেটাররা মাসে ৬০ হাজার টাকা করে বেতন পাবেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available